গত ১৬ সেপ্টেম্বর ২০২০ তারিখ হতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন সকল প্রত্নস্থল ও জাদুঘরসমূহ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রতিটি প্রত্নস্থলও জাদুঘরের প্রবেশ পথে নিম্নবর্ণিত নির্দেশনা সম্বলিত ব্যানার স্থাপন করতে হবেঃ
১। মুখে মাক্স পরিধান ছাড়া প্রবেশ নিষেধ
২। প্রত্যোক পরদির্শনকারী/দর্শনার্থীদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে
৩।পরিদর্শনকারী/দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মানতে হবে।
৪। এক সাথে বা দল বেধে প্রবেশ করা যাবেনা। পৃথক পৃথ ভাবে প্রবেশ ও পরিদর্শন করতে হবে। কোন ভাবেই ভীড় সৃষ্টি করা যাবে না।
৫। দর্শনার্থী প্রবেশের সময় প্রত্নস্থল/জাদুঘর কর্তৃক আয়োজিত সাবান পানিত হাত ধুয়ে প্রবেশ করবে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মচারিগণ শালিনতা ও সৌজন্যমূলক আচরনের মাধ্যম সকলক স্বাস্থ্যবিধি মেনে পরিদর্শনে উদ্বু করবেন।
মহাপরিচালক
প্রত্নতত্ত্ব অধিদপ্তর